রেফারিকে জুতো ছুড়েও হলুদ কার্ড তুরানের

বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে মেজাজ হারিয়ে ফেলেছিলেন আতলেতিকো মাদ্রিদের আরদা তুরান। তুরস্কের এই মিডফিল্ডার পা থেকে থেকে খুলে যাওয়া বুট সহকারী রেফারির দিকে ছুড়ে মারেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 11:48 AM
Updated : 29 Jan 2015, 11:57 AM

তুরানের ভাগ্যকে ভালোই বলতে হবে। সহকারী রেফারিকে বুট ছুড়ে মারার পরও শুধু হলুদ কার্ডই দেখেন তিনি। তবে বার্সেলোনার কোচ লুইস এনরিকে বিষয়টি নিয়ে তখনই চতুর্থ রেফারির সঙ্গে কথা বলেন।

৩-২ গোলে পিছিয়ে ১০ জন নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা আতলেতিকো ম্যাচে ফেরার চেয়ে যেন ফাউলেই বেশি মনোযোগ দিতে শুরু করে। একের পর এক ফাউল করে যায় তারা। বুট ছোড়ার ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকে। বার্সেলোনার দানি আলভেসের সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় তুরানের পা থেকে বুট খুলে যায়। বল হারিয়ে ফেলেন তুরান। তবে রেফারি ফাউল দেননি।

এরপরই খুলে যাওয়া বুট ছুড়ে মারেন তুরান। কিন্তু বুট সহকারী রেফারির গায়ে না লেগে দূরে গিয়ে পড়ে।
বুধবার নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে ৩-২ গোলে হেরে যায় আতলেতিকো। ম্যাচটিতে আতলেতিকোর ৮ জন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। এর মধ্যে দুজনকে আবার দুটি করে হলুদ কার্ড পাওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।