দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

করদোবার ডিফেন্ডার এদিমারকে লাথি মেরে লাল কার্ড দেখা ক্রিস্তিয়ানো রোনালদোকে লা লিগায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 03:59 PM
Updated : 28 Jan 2015, 04:01 PM

বুধবার স্পেনের শীর্ষ লিগের পক্ষ থেকে রিয়াল মাদ্রিদের তারকা রোনালদোকে নিষিদ্ধ করার বিষয়টি জানানো হয়।

এই শাস্তির ফলে রিয়াল সোসিয়েদাদ এবং সেভিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না এই পর্তুগিজ তারকা।

এ বছরের শুরু থেকে রিয়ালের সময়টা এমনিতেই খুব একটা ভালো যাচ্ছিল না। বড়দিনের আগ পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা ২২ ম্যাচ জেতা দলটি হঠাৎ করেই পথ হারায়।

বছরের শুরুতে লিগে ভালেন্সিয়ার বিপক্ষে হেরে বসে ইউরোপ সেরারা। পরে কোপা দেল রে থেকেও ছিটকে পড়ে তারা। লিগে অবশ্য পরের ম্যাচেই জয়ের ধারায় ফেরে দলটি, কিন্তু গেল বছরের সেই ছন্দ এখনও ফেরেনি।

গত শনিবার করদোবার বিপক্ষে ২-১ গোলে জিতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেও সেটা ছিল অনেক কষ্টের। আর ওই ম্যাচেই ৮২তম মিনিটে মেজাজ হারিয়ে এদিমারকে মেরে লাল কার্ড দেখেন রোনালদো। লাথি মারার পর ডান হাত দিয়ে আরেক খেলোয়াড় হোসে ক্রেসপোর মুখে আঘাত করেন এবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী।

ম্যাচ শেষে ওই পাগলামির জন্যে ক্ষমা চান রোনালদো; তবে শাস্তি এড়াতে পারলেন না। তবে দলের সবচেয়ে বড় তারকাকে হারালেও একটা জায়গায় অবশ্য কিছুটা স্বস্তি পেতে পারে রিয়াল। আগামী ৭ ফেব্রুয়ারি নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মাঠে তারকা ফরোয়ার্ডকে পাবে স্পেনের সফলতম দলটি।

১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।