রিওতে বোল্টকে দেখার অপেক্ষায় 'ভক্ত' নেইমার

২০১৬ অলিম্পিকে রিওর ট্র্যাকে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের গতির ঝড় দেখার জন্য উন্মুখ হয়ে আছেন ব্রাজিল তারকা নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 10:21 AM
Updated : 28 Jan 2015, 10:23 AM

ঘুমে কিংবা জাগরণে, নেইমারের প্রধান ভাবনা ফুটবল। তবে অন্য খেলাকেও অনুসরণ করেন নেইমার। নিজেকে গতি তারকা বোল্টের ভক্ত দাবি করেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

সম্প্রতি রিও ২০১৬ অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, "বোল্টকে আমি দৌড়াতে দেখতে চাই (রিওতে)। আমি তার বড় ভক্ত।"

১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট গত দুটি অলিম্পিকে তার প্রিয় দুই ইভেন্টে সোনা জেতেন।

নেইমার অবশ্য শুধু বোল্টকে দেখার জন্যই উন্মুখ নয়, অলিম্পিকে ব্রাজিলের অ্যাথলেটদের দেখার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তিনি।

আসলে অলিম্পিক তার সেই ছোটবেলা থেকেই ভালো লাগে। আর এবার তো নিজের দেশে এই ক্রীড়ার মহাযজ্ঞ পেয়ে যাচ্ছেন তিনি।

"আমি ব্রাজিলকে ভলিবল, বাস্কেটবল, সুইমিং ও জুডোতে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে চাই। তবে সবচেয়ে বেশি উন্মুখ হয়ে আছি অলিম্পিক ভিলেজে বসে গেমসটাকে উপভোগ করার জন্য।"