প্রতিপক্ষকে মাড়িয়ে দেওয়া কস্তার পাশে মরিনিয়ো

দিয়েগো কস্তার বিপক্ষে লিগ কাপে লিভারপুলের দুই খেলোয়াড়কে মাড়িয়ে দেয়ার অভিযোগ ওঠার পর তার পাশে দাঁড়িয়েছে জোসে মরিনিয়ো। বিষয় দুটিকে দুর্ঘটনা বলে উল্লেখ করে চেলসি কোচ দাবি করেন, তার তারকা ফরোয়ার্ড এটা ইচ্ছা করে করেননি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 08:53 AM
Updated : 28 Jan 2015, 08:53 AM

মঙ্গলবার লিগ কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলকে একমাত্র গোলে হারিয়ে ফাইনালে ওঠে চেলসি।

ম্যাচের সময় লিভারপুলের এমরে কানকে মাড়িয়ে দেন কস্তা। এরপর মার্টিন স্কার্টেলের গোড়ালিতেও আঘাত হানে কস্তার পা।

এই দুটি ঘটনা ঘটানোর পর ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের ফরোয়ার্ড কস্তার লাল কার্ড প্রাপ্য ছিল বলে মনে করেন লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স।

তবে মরিনিয়োর ধারণা, এটা নিছক একটি দুর্ঘটনা।

"আমি জানি না, মাড়ানো বলতে আপনারা কি বুঝছেন। আমি মনে করি, আপনারা এরই মধ্যে প্রভাবিত হয়েছেন...স্কাই (ধারাভাষ্যকাররা) যেটাকে অপরাধ বলছে, সেটা পুরোপুরি দুর্ঘটনা।"

স্ট্যামফোর্ড ব্রিজের দল চেলসি অবশ্য কস্তার বিষয়টি নিয়ে উদ্বিগ্নই আছে। বিষয়টি ফুটবল অ্যাসোসিয়েশন খতিয়ে দেখছে। দোষ প্রমাণিত হলে কস্তা নিষিদ্ধ হতে পারেন। আর তাহলে শনিবার নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নাও খেলা হতে পারে তার।  

</div>  </p>