গলা চেপে ধরে ৪ ম্যাচ নিষিদ্ধ মেক্সেস

ইতালির সেরি আর ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের গলা চেপে ধরার কারণে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এসি মিলানের ডিফেন্ডার ফিলিপে মেক্সেসকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 08:08 AM
Updated : 28 Jan 2015, 08:08 AM

শনিবার সেরি আর লাৎসিওর মাঠে মিলানের ৩-১ গোলে হেরে আসা ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষ অধিনায়ক স্তেফানো মাউরির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন মেক্সেস। ঝগড়ার এক পর্যায়ে মাউরির গলা ধরেন তিনি।

বাজে এই আচরণের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মেক্সেসকে। লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার সময় আবার মাউরির গলা চেপে ধরেন তিনি।

পুরো বিষয়টির জন্য অবশ্য অনুতপ্ত ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৬টি লাল কার্ড দেখা ফ্রান্সের এই ডিফেন্ডার।

"আমার ক্লাব, কোচ আর পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। এটা ভুল প্রতিক্রিয়া ছিল এবং আমি দু:খিত।"