লিভারপুলকে হারিয়ে লিগ কাপের ফাইনালে চেলসি

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে লিভারপুলকে একমাত্র গোলে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠছে চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 03:11 AM
Updated : 28 Jan 2015, 03:12 AM

সেমি-ফাইনালের দুই ম্যাচ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠলো চেলসি। প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর ফিরতি ম্যাচটিও নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে নির্ধারিত সময়ে দুটি দলই ভালো কয়েকটি সুযোগ পেলেও গোল পায়নি গোলরক্ষকদের দৃঢ়তায়। শেষ পর্যন্ত জোসে মরিনিয়োর দলকে ফাইনালে তুলে দেয় ব্রানিস্লাভ ইভানোভিচের দুর্দান্ত একটি হেড।

অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে অনেকটা লাফিয়ে উঠে উইলিয়ানের ক্রসে হেড করে রিভারপুল গোলরক্ষককে পরাস্ত করেন সার্বিয়ার এই ডিফেন্ডার।

ফাইনাল ওঠায় এফএ কাপে তৃতীয় সারির দল ব্র্যাডফোর্ড সিটির কাছে নিজেদের মাঠে ৪-২ গোলে হেরে বিদায় নেয়ার কষ্ট কিছুটা কমলো চেলসির।

টটেনহ্যাম হটস্পার ও শেফিল্ড ইউনাইটেডের মধ্যে জয়ী দলের বিপক্ষে আগামী ১ মার্চ ওয়েমব্লি স্টেডিয়ামে ফাইনাল খেলবে জোসে মরিনিয়োর দল।

ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংল্যান্ডের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এফএ কাপ পৃষ্ঠপোষক কোম্পানির নাম অনুযায়ী এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।