মেসিকে বিক্রির কথা ভাবছেই না বার্সা

বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ আবারও জানালেন, লিওনেল মেসিকে বিক্রি করার কোনো ইচ্ছা তাদের নেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 03:02 PM
Updated : 27 Jan 2015, 03:02 PM

কাতালান ভাষার একটি রেডিওর অনুষ্ঠানে বার্সেলোনা সভাপতি জানান, নিকট ভবিষ্যতে মেসিকে বিক্রির কোনো সম্ভাবনা নেই।

“এই মৌসুমে, আগামী মৌসুমে এবং তার পরের মৌসুমেও মেসি এখানে খেলা চালিয়ে যাবে।”

বছরের শুরুর দিকে স্পেনের গণমাধ্যমে খবর বেরোয়, কোচ এনরিকের অধীনে সুখে নেই লা লিগার সর্বোচ্চ গোলদাতা। মেসির বাবার সঙ্গে চেলসি কর্মকর্তাদের দেখা করার খবরে মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন আরো বাড়ে।

তার কিছুদিন পরেই অবশ্য ওই সব খবর ‘গুজব’ বলে উড়িয়ে দেন বার্তোমেউ। দলের সেরা তারকাকে তারা কিছুতেই ছাড়বে না বলে জানান তিনি। আবারও একই কথা বললেন তিনি।

বার্সেলোনার সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি আছে আর্জেন্টিনার তারকা মেসির। আর এখানে তিনি সুখেও আছে বলে জানান বার্তোমেউ।

“লিওকে বিক্রি করার কোনো ইচ্ছা আমাদের নেই কারণ তাকে নিয়ে আমরা খুশি।”