আর্সেনালের কষ্টের জয়

দ্বিতীয় সারির দল ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে আর্সেনালকে। এফএ কাপের চতুর্থ রাউন্ডে ৩-২ গোলে জিতেছে আর্সেন ভেঙ্গারের শিষ্যরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 06:14 PM
Updated : 25 Jan 2015, 06:14 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের পাঁচ পরাশক্তির মধ্যে একমাত্র তারাই এফএ কাপের চতুর্থ রাউন্ডে জয় পেল।

দ্বিতীয় মিনিটেই আর্সেনালকে এগিয়ে নেন থিও ওয়ালকট। ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসুত ওজিল।

দ্বিতীয়ার্ধে ৫০তম মিনিটে ক্রিস ও’গ্র্যাডির গোলে ব্যবধান কমায় ব্রাইটন।

৫৯তম মিনিটে তমাস রসিস্কির গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। তবে স্যাম ব্যালডকের ৭৫তম মিনিটের গোলে আবার ব্যবধান কমায় ব্রাইটন।

নিজেদের দ্বিতীয় গোলটি করার পর আর্সেনালের রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে ব্রাইটন। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রিমিয়ার লিগের দলটির রক্ষণ ভাঙা আর সম্ভব হয়নি তাদের।

শুক্রবার চতুর্থ সারির দল ক্যামব্রিজ ইউনাইটেডের গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। পর দিন দ্বিতীয় সারির দল বোল্টন ওয়ান্ডারার্সের সঙ্গে গোলশূন্য ড্র করে লিভারপুল।

শনিবার চতুর্থ রাউন্ডে ইংল্যান্ডের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে চেলসি ও ম্যানচেস্টার সিটি।

তৃতীয় সারির দল ব্র্যাডফোর্ড সিটির কাছে ৪-২ ব্যবধানে হারে চেলসি। আর দ্বিতীয় সারির দল মিডলসবরোর কাছে ২-০ গোলে হেরে যায় সিটি।