ইউক্রেনের কাছে হেরে ষষ্ঠ বাংলাদেশ

সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বের স্থান নির্ধারণী ম্যাচে ইউক্রেনের কাছে হেরে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 12:30 PM
Updated : 25 Jan 2015, 12:30 PM

রোববার বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চম হয়েছে ইউক্রেন।

ম্যাচের চতুর্থ মিনিটেই ফিল্ড গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২২তম মিনিটে ইউক্রেনের অধিনায়ক আর্তেম ওজেরস্কি পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন।

৩৯তম মিনিটে বাংলাদেশের অধিনায়ক কৃষ্ণ-কুমার দাস পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন। তবে ৫৫তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল খাওয়ার পর হার প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্ব বাংলাদেশ শুরুই করে হার দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৫-১ গোলে হেরে যায় কৃষ্ণর দল। তবে পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মেক্সিকোকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেয় তারা।

আর দ্বিতীয় পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পোল্যান্ডের কাছে ৫-০ ব্যবধানে হারে বাংলাদেশ।

এরপর কোয়ালিফাইংয়ে ওমানের সঙ্গে নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র হওয়ার পর শুটআউটে ২-০ ব্যবধানে হেরে বাংলাদেশের এই আসরের সেমি-ফাইনালে খেলার স্বপ্ন গুঁড়িয়ে যায়।

এরপর স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে পঞ্চম স্থান নির্ধারণী খেলার সুযোগ পেয়েছিল জিমিরা।