গ্রিজমানের জোড়া গোলে আতলেতিকোর জয়

লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরেকটি জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। আন্তোনিও গ্রিজমানের জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৩-১ গোলে হারিয়েছে দিয়েগো সিমেওনের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 09:53 AM
Updated : 25 Jan 2015, 10:04 AM

শনিবার রাতে আতলেতিকোর অপর গোলটি ছিল আত্মঘাতী। আর ভায়েকানোর একমাত্র গোলটি করেন রবের্তো ত্রাসোরাস।

নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান ফরাসি স্ট্রাইকার গ্রিজমান।

দ্বাদশ মিনিটে রক্ষণের দুর্বলতার সুযোগে বল পেয়ে বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেন গ্রিজমান। আর ২২তম মিনিটে মারিও মানজুকিচের হেড থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান তিনি।

৩৫তম মিনিটে স্পেনের মিডফিল্ডার ত্রাসোরাস ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন। কিন্তু বিরতির পর একাদশ মিনিটে অ্যাঙ্গোলার স্ট্রাইকার মানুচোর আত্মঘাতী গোলে ফের দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে গ্রিজমানের দারুণ একটা শট পোস্টে না লাগলে আতলেতিকোর হয়ে প্রথম হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন তিনি।

এই জয়ে ২০ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট বেড়ে হলো ৪৪। সমান ম্যাচে তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে দিনের অন্য ম্যাচে এলচেকে ৬-০ গোলে উড়িয়ে দেয়া বার্সেলোনা।

শনিবারের প্রথম ম্যাচে করদোবার মাঠে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেনের সফলতম দলটি।