এফএ কাপ থেকে ছিটকে গেল ম্যানচেস্টার সিটি

অঘটনের রাতে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির দল মিডলসবরোর কাছে ২-০ গোলে হেরে গেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2015, 06:11 PM
Updated : 24 Jan 2015, 06:12 PM

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার দুটি গোলই দ্বিতীয়ার্ধে হজম করে ম্যানচেস্টার সিটি। মিডলসবরোর প্যাটট্রিক ব্যামফোর্ড ও এনরিকে গার্সিয়া মার্তিনেস একটি করে গোল করেন।

গোলশূন্য প্রথমার্ধের পর ফের্নান্দোর ভুলের সুযোগ নিয়ে ৫৩তম মিনিটে মিডলসবরোকে এগিয়ে দেন ব্যামফোর্ড। পোস্টের খুব কাছাকাছি স্থান থেকে লক্ষ্যভেদ করেন ইংলিশ এই ফরোয়ার্ড।

মিডলসবরোর ব্যবধান দ্বিগুণ করা গোলটির পেছনেও দারুণ অবদান রাখেন ব্যামফোর্ড। চেলসি থেকে ধারে খেলতে আসা এই তরুণের বাড়ানো বল থেকেই ৯০তম মিনিটে ডান পায়ের শটে স্কোরলাইন ২-০ করেন স্পেনের মার্তিনেস।
গোলের কিছু সুযোগ তৈরি করেও ম্যানচেস্টার সিটি তা কাজে লাগাতে পারেনি। স্টিভেন জেরার্ডের একটি শট প্রতিপক্ষের পোস্টে লাগে।
মিডলসবরোর লি টমলিনের শট সিটির পোস্টে না লাগলে ইতিহাদে স্বাগতিকদের হারের ব্যবধান বড় হতো।
শনিবার অন্য ম্যাচে নিজেদের মাঠে ইংলিশ ফুটবলের তৃতীয় সারির দল ব্র্যাডফোর্ড সিটির কাছে ৪-২ ব্যবধানে হেরে এ আসর থেকে ছিটকে গেছে চেলসি।