এলচের মাঠে বার্সার শিরোপা দৌড়ে থাকার লড়াই

কোপা দেল রে থেকে মনোযোগ ফিরিয়ে ফের লা লিগায় মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে থাকতে এবার এলচের মাঠে খেলবে লুইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2015, 05:03 PM
Updated : 23 Jan 2015, 06:32 PM

শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা সব ধরণের প্রতিযোগিতা মিলে গত পাঁচ ম্যাচে ১৭ গোল করেছে, আর হজম করেছে মাত্র একটি গোল।

এলচের বিপক্ষে বার্সেলোনার সাম্প্রতিক ফর্মও অসাধারণ; এই মৌসুমে চতুর্থবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। এলচেকে ৩-০ ব্যবধানে হারিয়ে এবারের লিগ শুরু করেন মেসি-নেইমাররা। পরে এই বছরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এই দলকেই দুই লেগ মিলে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালে ওঠে কাতালুনিয়া দলটি।

এলচের বিপক্ষে তার দলের অমন আহামরি পারফরম্যান্সের পরও আত্মতুষ্টিতে ভুগে কোনো ভুল করতে নারাজ বার্সেলোনা কোচ এনরিকে।

“এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত এবং ম্যাচটা নিশ্চয়ই কঠিন হবে, কারণ (এলচের) লড়াই করার মতো অনেক কিছু আছে।”

গত বুধবার রাতে কোপা দেল রের শেষ আটের প্রথম পর্বে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়েই এলচের মাঠে যাচ্ছে বার্সেলোনা। সব মিলে লিগের ষষ্ঠদশ স্থানে থাকা এলচের বিপক্ষে আরেকটি সহজ জয়ের প্রত্যাশা করতেই পারে ক্লাবটির সমর্থকেরা।

১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। এলচের পয়েন্ট ১৭।

এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।