শীর্ষে থাকার লড়াইয়ে রিয়ালের বাধা করদোবা

বছরের শুরুতে পথ হারিয়ে কোপা দেল রে থেকে ছিটকে পড়লেও লিগে জয়ের ধারাতে আছে রিয়াল মাদ্রিদ। আর এই ধারাবাহিকতা ধরে রাখার লড়াইয়ে থাকা ইউরোপ সেরাদের সামনে এবারের বাধা করদোবা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2015, 04:49 PM
Updated : 23 Jan 2015, 04:49 PM

শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রতিপক্ষের মাঠে লিগের ম্যাচটি খেলবে ক্রিস্তিয়ানো রোনালদোরা।

করদোবাকে ২-০ গোলে হারিয়ে এবারের লিগ শুরু করেছিল রিয়াল। তবে তার পরের দুটি ম্যাচে হেরে নিজেদের লিগ ইতিহাসে অন্যতম খারাপ শুরু করে দলটি। তবে শুরুর ওই বিপর্যয় কাটিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে কার্লো আনচেলত্তির দল।

বর্তমানে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ১ ম্যাচ বেশি খেলে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

এই ম্যাচে রিয়ালের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর সামনে আছে একটি রেকর্ড গড়ার হাতছানি। করদোবার জালে একবার বল পাঠাতে পারলেই লিগের ঠিক মাঝামাঝি সময় পর্যন্ত সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়বেন তিনি।

গত রোববার গেতাফের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করে ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির গড়া ২৮ গোলের রেকর্ড স্পর্শ করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।