জাপানকে হারিয়ে সেমিতে আমিরাত

এশিয়ান কাপ ফুটবলের অন্যতম বড় অঘটনের শিকার হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে জাপান। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে সংযুক্ত আরব আমিরাত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2015, 02:25 PM
Updated : 23 Jan 2015, 02:25 PM

শুক্রবার কোয়ার্টার-ফাইনালের শেষ ম্যাচে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জাপানকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়েছে আরব আমিরাত।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই ৩০ মিনিটে দুই দলের কেউই গোল করতে না পারায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে প্রথম কিকেই গোল করতে ব্যর্থ হন জাপানের কেইসুকে হোন্ডা। তবে পরের দুটি শটে তারা গোল করলে এবং আরব আমিরাতের তিন নম্বর কিকে খামিস ইসমাইল লক্ষ্যভেদে ব্যর্থ হলে লড়াইয়ে সমতা ফেরে।

পরে নিজেদের ছয় নম্বর শটে জাপানের শিনজি কাগওয়া গোল করতে ব্যর্থ হন। এই সুযোগ কাজে লাগিয়ে পরের শটেই বল জালে পাঠিয়ে ইতিহাস রচনা করেন আরব আমিরাতের ইসমাইল আহমেদ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে সংযুক্ত আরব আমিরাত।