গোল্ড কাপে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ঘোষণা

বঙ্গবন্ধু গোল্ড কাপ নির্বিঘ্নে আয়োজনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে এই আসরের নিরাপত্তা কমিটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2015, 03:23 PM
Updated : 22 Jan 2015, 03:23 PM

ছয় দল নিয়ে ২৯ জানুয়ারি সিলেটে শুরু হবে গোল্ড কাপ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বৃহস্পতিবার বৈঠকের পর নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ হাসান জানান, ফিফা ও এএফসির আদলে গোল্ড কাপে নিরাপত্তার ব্যবস্থা করবেন তারা।

“গোল্ড কাপে খেলা দলগুলোর অনুশীলন ও ম্যাচ ভেন্যুসহ সব জায়গাতেই তাদের জন্য যথোপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে।”

সিলেট ও ঢাকায় হবে গোল্ড কাপের খেলা। ২৯ জানুয়ারি বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচ দিয়ে সিলেটে হবে আলোচিত এই আসরের উদ্বোধন।

মারুফ জানান, সিলেট ও ঢাকার ভেন্যুতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাদা পোশাকের পুলিশ ও র‌্যাবের সহযোগিতা নেবে নিরাপত্তা কমিটি।