অর্থের লিগে আবার চ্যাম্পিয়ন রিয়াল

এবার অন্যরকম এক 'দেসিমা' জিতল রিয়াল মাদ্রিদ। টানা দশমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাবের খেতাব জিতেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ীরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2015, 09:51 AM
Updated : 22 Jan 2015, 10:13 AM

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দশম শিরোপা জেতা রিয়াল স্পন্সরশিপ ও টিভি সত্ত্ব থেকে সর্বোচ্চ আয় করেছে।

আন্তর্জাতিক একাউন্টেন্ট ফার্ম ডেলোয়েটের গবেষণা প্রতিবেদনে বলা হয়, ইউরোপের সবচেয়ে সফল দল রিয়ালের ২০১৩-১৪ বর্ষে আয় ছিল ৫৪ কোটি ৯৫ লাখ ইউরো।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের আয়ের দিক থেকে এবার উন্নতি হয়েছে। গত বছর কোনো শিরোপা না জিতলেও 'অর্থের লিগে' রানার্সআপ হয় তারা।  

আগেরবার চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের গত বছরের আয় ৫১ কোটি ৮০ লাখ ইউরো।

তৃতীয় অবস্থানেই আছে বায়ার্ন মিউনিখ। জার্মানির বুন্দেসলিগা জয়ী ক্লাবটির আয় হয় ৪৮ কোটি ৭৫ লাখ ইউরো।

২০১২-১৩ সালে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের দল বার্সেলোনা ৪৮ কোটি ৪৬ লাখ ইউরো আয় নিয়ে আছে চতুর্থ স্থানে।

সবচেয়ে ধনী ১০ ফুটবল ক্লাব:

১. রিয়াল মাদ্রিদ (স্পেন) ৫৪ কোটি ৯৫ লাখ ইউরো

২. ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড) ৫১ কোটি ৮০ লাখ ইউরো

৩. বায়ার্ন মিউনিখ (জার্মানি) ৪৮ কোটি ৭৫ লাখ ইউরো

৪. বার্সেলোনা (স্পেন) ৪৮ কোটি ৪৬ লাখ ইউরো

৫. পিএসজি (ফ্রান্স) ৪৭ কোটি ৪২ লাখ ইউরো

৬. ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড) ৪১ কোটি ৪৪ লাখ ইউরো

৭. চেলসি (ইংল্যান্ড) ৩৮ কোটি ৭৯ লাখ ইউরো  

৮. আর্সেনাল (ইংল্যান্ড) ৩৫ কোটি ৯৩ লাখ ইউরো

৯. লিভারপুল (ইংল্যান্ড) ৩০ কোটি ৫৯ লাখ ইউরো

১০. ইউভেন্তুস (ইতালি) ২৭ কোটি ৯৪ লাখ ইউরো