আতলেতিকোর মালিকানায় চীনের ধনকুবের

আতলেতিকো মাদ্রিদের একাংশের মালিক হচ্ছেন ওয়াং জিয়ানলিন। ৪ কোটি ৫০ লাখ ইউরোতে স্পেনের লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটির ২০ শতাংশ শেয়ার কিনে নিচ্ছেন চীনের এই ধনকুবের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2015, 05:19 PM
Updated : 21 Jan 2015, 05:19 PM

ওয়াং চীনের সবচেয়ে বড় প্রপার্টি কোম্পানি দালিয়ান ওয়ানদার প্রধান। এই কোম্পানি বিদেশি অনেক খ্যাতনামা ব্র্যান্ডও কিনেছে। এর মধ্যে আছে আছে যুক্তরাষ্ট্রের সিনেমা চেইন এএমসি ও ব্রিটেনের বিলাসবহুল ইয়ট তৈরির প্রতিষ্ঠান সানসিকার।

চীনের কোনো কোম্পানির এই প্রথম ইউরোপের শীর্ষ কোনো ফুটবল ক্লাবে বিনিয়োগ করলো।

ওয়াং এক বিবৃতিতে জানান, তাদের এই অর্থ লগ্নির ফলে চীনের তরুণ খেলোয়াড়দের বিদেশে পাঠানোর সুযোগ তৈরির পাশাপাশি চীনের ফুটবলের মানও বাড়বে। একই সঙ্গে বাকি ফুটবল বিশ্বের সঙ্গে চীনের ফুটবলের পার্থক্য কমবে বলেও বিশ্বাস করেন তিনি।