বর্ষসেরা ক্লাব কোচ আনচেলত্তি

কার্লো আনচেলত্তির সাত বছরের একটা খরা কাটল। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) বর্ষসেরা ক্লাব কোচ হয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2015, 02:51 PM
Updated : 21 Jan 2015, 02:51 PM

২০০৭ সালে এসি মিলানের কোচ থাকার সময় বর্ষসেরা হয়েছিলেন আনচেলত্তি। এবার রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪ সালের সেরা ক্লাব কোচ নির্বাচিত হলেন এই ইতালিয়ান। রিয়ালকে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন তিনি।

এবার বর্ষসেরা হওয়ার লড়াইয়ে ১৬৯ পয়েন্ট পাওয়া আনচেলত্তির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে। আতলেতিকো মাদ্রিদকে স্পেনের লা লিগা জেতানো আর্জেন্টিনার এই কোচ ১৩৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হন।

আইএফএফএইচএসের ওয়েবসাইটে বলা হয়, ৭৬ পয়েন্ট পেয়ে তৃতীয় হন বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা। এর আগে ২০০৯ ও ২০১১ সালে এই পুরস্কার জেতেন বার্সেলোনার সাবেক কোচ।

চেলসির জোসে মরিনিয়ো ১৫ পয়েন্ট পেয়ে হন চতুর্থ।

বর্ষসেরা কোচ নির্বাচন করতে ৬০টি দেশের বিশেষজ্ঞরা ভোট দিয়েছেন।