লা লিগাই বিশ্বসেরা

সারা বিশ্বের ঘরোয়া লিগগুলোর মধ্যে সবার সেরা নির্বাচিত হয়েছে স্পেনের লা লিগা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) এই স্বীকৃতি দিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2015, 09:58 AM
Updated : 21 Jan 2015, 09:58 AM

আইএফএফএইচএসের র্যাঙ্কিং অনুযায়ী লা লিগা ২০১৪ সালের সেরা লিগের গৌরব অর্জন করতে ১ হাজার ২৫৯ পয়েন্ট পায়।

৯৯৮ পয়েন্ট নিয়ে ইতালির সেরি আ হয় বিশ্বের দ্বিতীয় সেরা লিগ। তৃতীয় হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ পেয়েছে ৯৫৮ পয়েন্ট।
৯৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে আর্জেন্টিনার লিগ। আর ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানির ঘরোয়া লিগ বুন্দেসলিগা ৯১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান পায়।

৮৯৩ ও ৮৭১ পয়েন্ট নিয়ে এরপর আছে যথাক্রমে ব্রাজিল আর ফ্রান্স।

এই নিয়ে টানা পাঁচবার বিশ্বের সেরা লিগের মর্যাদা পেল লা লিগা।

১৯৯১ সাল থেকে আইএফএফএইচএস বিশ্বের সেরা লিগ নির্বাচন করা শুরু করে। লিগ, চ্যাম্পিয়নশিপ, কাপসহ আন্ত:মহাদেশীয় ও ফিফা আয়োজিত প্রতিযোগিতায় দেশগুলোর ক্লাবের ফলের ওপর ভিত্তি করে পয়েন্ট দেয় আইএফএফএইচ।

এবার রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ ও সেভিয়ার ভালো ফলের কল্যাণেই লা লিগা সেরার মর্যাদা পায়।

৯৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঘরোয়া লিগ হয়েছে ১২৮তম।