মিলানের বাস বিক্রি নিয়ে তামাশা

এসি মিলানের টিম বাস বিক্রি করে দেয়ার খবর বেরোনোর পর ইতালির ক্লাবটিকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই মজা করেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2015, 01:55 PM
Updated : 20 Jan 2015, 01:55 PM

সম্প্রতি ইতালির সংবাদমাধ্যম খবর দেয়, সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন মিলান তাদের টিম বাস দেড় লাখ ইউরোতে বিক্রি করে দিয়েছে। খরচ বাঁচাতেই নাকি এই কাজ করেছে ক্লাবটি। আর বাস বিক্রি করে দেওয়ায় বছরে তাদের ২ লাখ ইউরো খরচ বাঁচবে বলেও আশা করছে তারা।

এই খবর প্রচার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্লাবটিকে ঘিরে মজা করার ঝড় উঠেছে।

একজন টুইটার ব্যবহারকারী মিলানকে ব্যঙ্গ করে একটি ছবি দেয়। এই ছবিতে দেখানো হয়, ক্লাবটির প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানি খেলোয়াড়দের নিয়ে একটি রাস্তার পাশে গাড়ি অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। তার হাতে আবার ‘রোম’ লেখা একটি প্ল্যাকার্ড।
আরেকজন একটি ট্র্যামের ছবি দিয়ে লিখেছে, “এসি মিলানের সান সিরোতে আসার ছবি।”
ইউরোপের অন্যান্য লিগগুলো থেকে আর্থিক দিক থেকে সেরি আ অনেকটাই পিছিয়ে পড়েছে। বাস বিক্রি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও গত কয়েক মৌসুম থেকে খরচ কমাতে বাধ্য হচ্ছে মিলান।
২০১৩-১৪ মৌসুমে অষ্টম হয়ে সেরি আ শেষ করে মিলান। এ মৌসুমে বর্তমানে অষ্টম স্থানেই রয়েছে তারা।