গোল্ডকাপের প্রস্তুতি শুরু ১ জানুয়ারি

বঙ্গবন্ধু গোল্ডকাপ সামনে রেখে নতুন বছরের প্রথম দিন থেকে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে অনুশীলন করবেন মামুনুল-এমিলিরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2014, 01:48 PM
Updated : 29 Dec 2014, 01:48 PM

রুবেল মিয়া, আতিকুর রহমান মিশু ও আমিনুল ইসলাম সজিব - জাপান অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষের প্রীতি ম্যাচের দলে না থাকা এই তিন ফুটবলার প্রাথমিক দলে ফিরেছেন।

বিদেশী কোচ নিয়োগের বিষয়টি এখনো ঝুলে থাকায় স্থানী কোচ সাইফুল বারী টিটোর অধীনে অনুশীলন করবে ২৬ জনের প্রাথমিক দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, জানুয়ারী প্রথম সপ্তাহের মধ্যে বিদেশী কোচ নিয়োগে দেবে বাফুফে। এর আগ পর্যন্ত টিটো কোচের দায়িত্ব পালন করবেন।

১৬ জানুয়ারি বাংলাদেশসহ ছয় দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ মাঠে গড়ানোর কথা। এই আসর শুরুর এক-দুই দিন আগে চূড়ান্ত দল দেয়ার কথা জানান ভারপ্রাপ্ত কোচ টিটো।

মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বাহরাইন-এই চার দেশের বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলা চূড়ান্ত হয়েছে। বাকি একটি দল এখনও ঠিক হয়নি। জানুয়ারির শুরুতেই আরেকটি দল চূড়ান্ত করা হবে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক।

বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাথমিক দল: মো. মাজহারুল ইসলাম, মো. রায়হান হাসান, মো. লিংকন, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মো. ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মো. মোনায়েম খান রাজু, মো. মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, মোহাম্মদ তকলিস আহমেদ, মো. শাখাওয়াত হোসেন রনি, জামাল ভূইয়া, মো. শহিদুল আলম, রুবেল মিয়া, আতিকুর রহমান মিশু, মো. নাসিরুল ইসলাম নাসির, মো. জাহিদ হোসেন, তপু বর্মণ, ওয়াহেদ আহমেদ, মো. আরিফুল ইসলাম, মো. জাহিদ হাসান এমিলি, হেমন্ত কুমার ভিনসেন্ট, রাসেল মাহমুদ লিটন, মিঠুন চৌধুরী, আতিকুর রহমান ফাহাদ ও আমিনুল ইসলাম সজিব।