সাউথ্যাম্পটনের মাঠে চেলসির ড্র

টানা তিন জয়ের পর পয়েন্ট হারিয়েছে শীর্ষে থাকা চেলসি। সাউথ্যাম্পটনের মাঠে ১-১ গোলে ড্র করেছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 04:24 PM
Updated : 28 Dec 2014, 04:24 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির চতুর্থ এই ড্রয়ে জমে উঠেছে শিরোপার লড়াই। অবশ্য পয়েন্ট হারালেও শীর্ষেই থাকছে লন্ডনের ক্লাবটি; ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। সমান ম্যাচে সাউথ্যাম্পটনের পয়েন্ট ৩৩।

গত ৬ ডিসেম্বর নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারের পর হাল সিটি, স্টোক সিটি এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে জেতে চেলসি।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে সপ্তদশ মিনিটে সাদিও মানের নৈপুণ্যে পিছিয়ে পড়ে চেলসি। সার্বিয়ার মিডফিল্ডার দুসান তাদিচের লম্বা পাস মাথা দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান সেনেগালের এই মিডফিল্ডার।

৩৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি পর্তুগিজ ডিফেন্ডার জোসে ফন্তে।

প্রথমার্ধের একেবারে শেষ দিকে প্রথম সুযোগ পায় চেলসি। যোগ করা সময়ের সুযোগটা কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান এডেন হ্যাডার্ড।

স্পেনের মিডফিল্ডার সেস ফাব্রেগাসের লম্বা পাস ধরে ডি বক্সে ঢুকে দুই জনকে কাটিয়ে ডান পায়ের কোনাকুনি শটে বল জালে পাঠান বেলজিয়ামের মিডফিল্ডার হ্যাজার্ড।

৬০তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন হ্যাজার্ড। ফাব্রেগাসের ক্রস বুক দিয়ে নামিয়ে শটও নিয়েছিলেন তিনি; কিন্তু বলটা লক্ষ্যে রাখতে পারেননি। চার মিনিট পর ডি বক্সে জটলার মধ্যে থেকে সুযোগ হারান চেলসির দিয়েগো কস্তা।

বাকি সময়ে পাল্টাপাল্টি আক্রমণ করলেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।