হেরেও খুশি মারুফুল

বুসান আইপার্কের কাছে প্রীতি ম্যাচে হেরে গেলেও দলের খেলায় খুশি শেখ জামাল কোচ মারুফুল হক। শুরুর পাঁচ মিনিট ছাড়া বাকি সময়ে ছাত্রদের খেলা নিয়ে অভিযোগ নেই তার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2014, 02:58 PM
Updated : 27 Dec 2014, 03:35 PM

বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রীতি ম্যাচে শনিবার বুসান আইপার্কের কাছে ২-০ গোলে হারে শেখ জামাল। প্রথম ও পঞ্চম মিনিটে দুটি গোল খায় স্বাগতিকরা। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় হারের কারণ হিসেবে ওই পাঁচ মিনিটকে সামনে আনেন কোচ মারুফুল হক।

“৯০ মিনিটের প্রথম পাঁচ মিনিট বাদ দিলে পুরো সময় ছেলেদের খেলায় আমি সন্তুষ্ট ছিলাম। কোনো অভিযোগ নেই। ছেলেরা ভালো খেলেছে বলেই মনে করি আমি।”

“আমার পরিকল্পনা ছিল শুরু থেকে ওদেরকে চাপে ফেলা। ওটাই কাল হয়েছে। ওই সুযোগে আক্রমণ করেছে প্রতিপক্ষ”, যোগ করেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ার পর একাধিক আক্রমণ করেও তা কাজে লাগাতে পারেনি শেখ জামালের ফুটবলাররা। ওয়েডসেন এনসেলেমে বেশ কয়েকটা সুযোগ নষ্ট করেন। এমেকা ডারলিংটনও ব্যর্থ হন। প্রতিপক্ষের গোলবারও বাঁধা হয়ে দাঁড়ায় স্বাগতিকদের সামনে। সব মিলিয়ে খুশি হলেও সুযোগগুলো নষ্ট হওয়াটা মেনে নিতে পারছেন না মারুফুল।

“ওরা তিনটা আক্রমণ থেকে দুটো গোল করেছে। এই পর্যায়ের দলের বিপক্ষে সুযোগ কম আসে কিন্তু আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। গোল করতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।”

“তবে আমাদের দলে ক্লিনিক্যাল ফিনিশারের অভাব ছিল। এমেকা-ওয়েডসেনদের বোঝাপড়ায় একটু সমস্যাও ছিল”, গোল না পাওয়ার কারণ উল্লেখ করেন তিনি।

বুসান আইপার্কের কাছে হেরে যাওয়া ম্যাচের অভিজ্ঞতা আগামী মৌসুমে কাজে লাগবে বলেও জানান মারুফুল।

“ওদের ফুটবলারদের মুভমেন্ট আন্তর্জাতিক মানের। তবে হারলেও ওদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে দেবে। এই ম্যাচের সমস্যাগুলো যদি শুধরে নিতে পারি, তাহলে ঘরোয়া ম্যাচে এটা আরও কাজে দেবে।”