কনকাকাফের সেরা রিয়ালের নাভাস

কনকাকাফ অঞ্চলের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন কোস্টা রিকার গোলরক্ষক কেইলর নাভাস। বিশ্বকাপে অসাধারণ খেলারই পুরস্কার পেলেন রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 11:29 AM
Updated : 24 Dec 2014, 02:06 PM

ব্রাজিল বিশ্বকাপের শেষ আটে ওঠা কোস্টা রিকার হয়ে খেলা ৫ ম্যাচের ৩টিতেই কোনো গোল খাননি নাভাস। তিনটি ম্যাচে সেরার পুরস্কারও জেতেন তিনি।

বিশ্বকাপের পরপরই ২৮ বছর বয়সী নাভাসকে দলে নেয় রিয়াল মাদ্রিদ।

বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন কোস্টা রিকারই হোর্হে লুইস পিন্তো। ব্রাজিলে প্রথমবারের মতো কোস্টা রিকা বিশ্বকাপের শেষ আটে ওঠে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ইতালিকে হারায় কোস্টা রিকা। শেষ ষোলোতে ইউরোর সাবেক চ্যাম্পিয়ন গ্রিসকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে তারা। শেষ আটে অবশ্য টাইব্রেকারেই নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নেয় উত্তর আমেরিকা মহাদেশের দেশটি।

কোস্টা রিকা অভিযান শেষ করে এই মাসেরই গোড়ার দিকে হন্ডুরাসের জাতীয় দলের কোচ হন পিন্তো।

টানা দ্বিতীয়বারের মতো কনকাকাফের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পান যুক্তরাষ্ট্র ও এভারটনের টিম হাওয়ার্ড। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালির বিপক্ষে করা কোস্টা রিকার স্ট্রাইকার ব্রায়ান রুইসের গোলটি পায় বর্ষসেরার খেতাব।

কনকাকাফ অঞ্চলের জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকদের ভোটে বর্ষসেরার এই খেতাব দেয়া হয়।