দ্বিতীয় হতে নারাজ ইব্রাহিমোভিচ

একটি পত্রিকার পাঠকদের ভোটে সুইডেনের সর্বকালের সেরা ক্রীড়াবিদের তালিকায় দ্বিতীয় হয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। কিন্তু দুই নম্বরে থাকাটা মোটেও মেনে নিতে পারছেন না এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2014, 04:12 PM
Updated : 23 Dec 2014, 04:12 PM

সুইডেনের দাগেন্স নেইহেতার পত্রিকার পাঠকদের ভোটে দেশটির সর্বকালের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন ১১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস খেলোয়াড় বিওন বরিয়ে।

পিএসজির স্ট্রাইকার ইব্রাহিমোভিচের প্রতিক্রিয়াতেই বোঝো গেছে প্রথম ছাড়া অন্য কোনো স্থান তিনি কিছুতেই মেনে নেবেন না।

“ধন্যবাদ, কিন্তু দ্বিতীয় হওয়া শেষে থাকার মতোই। অন্যদের প্রতি সম্মান রেখেই বলছি, এই তালিকার ১, ২, ৩, ৪ ও ৫ নম্বরে থাকতে পারতাম।”

তবে টানা পাঁচটি উইম্বলডন শিরোপা জেতা বরিয়ের প্রতি শ্রদ্ধার কমতি নেই বার্সেলোনা, ইউভেন্তুস, আয়াক্স, এসি ও ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকার ইব্রাহিমোভিচের। তার ভাষায় বরিয়ে জীবন্ত কিংবদন্তি।