ফাব্রেগাসের নৈপুণ্যে চেলসির জয়

বড়দিনের আগে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষেই থাকল চেলসি। সোমবার রাতে ফাব্রেগাসের নৈপুণ্যে স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়েছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2014, 02:55 AM
Updated : 23 Dec 2014, 02:55 AM

জন টেরির গোলে অবদান রাখার পর ম্যাচের দ্বিতীয় গোলটি করেন স্পেনের মিডফিল্ডার ফাব্রেগাস।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থাকল চেলসি।

স্টোক সিটির ব্রিটানিয়া স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই টেরির গোলে এগিয়ে যায় চেলসি। বার্সেলোনা থেকে এই মৌসুমে চেলসিতে আসা ফাব্রেগাসের ক্রসে হেড করে গোল করেন ইংলিশ এই ডিফেন্ডার। এ নিয়ে ১৭টি ম্যাচে ১২টি গোলে অবদান রাখলেন ফাব্রেগাস।

প্রায় আধ ঘণ্টা পর ফাব্রেগাসের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারান দিয়েগো কস্তা।

৭৮তম মিনিটে এডেন হ্যাজার্ডের পাসে ডান পায়ের শটে জয় নিশ্চিত করেন ফাব্রেগাস।

এই জয়ে ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থাকলো চেলসি। ৩৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় ও ৩২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড তৃতীয় স্থানে আছে।