নিজের মূর্তি উন্মোচন রোনালদোর

জন্মস্থানে নিজের মূর্তি উন্মোচন করলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 11:50 AM
Updated : 22 Dec 2014, 11:50 AM

মাদেইরার ফুচাল শহরে রোনালদো গিয়েছিলেন ৩.৪ মিটার উচ্চতার মূর্তিটি উন্মোচন করতে। পর্তুগিজ এই ফরোয়ার্ডের নিজের নামে প্রতিষ্ঠা করা জাদুঘরেরই অংশ এটা।

দুই পা খানিকটা ফাঁক, দুই হাত দুই পাশে রাখা, চোখ দুটি লক্ষ্য বরাবর স্থির- ফ্রি কিকের আগে রোনালদোর এই ভঙ্গিতেই তৈরি মূর্তিটি।

ফুচাল শহরেই রোনালদোর বেড়ে ওঠা। শৈশব-কৈশোর কাঁটানো শহরে শনিবার নিজের নিজের মূর্তি উন্মোচন করে রিয়াল তারকা দারুণ মূগ্ধ।

“এটা আমার জন্য বিশেষ এক মুহূর্ত।”

মূর্তির সামনে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে ছবি তুলেছেন রোনালদো। মা ও ছেলের সঙ্গে তোলা পর্তুগিজ ফরোয়ার্ডের ছবিও এসেছে গণমাধ্যমে।

পর্তুগালের গণ্ডি পেরিয়ে রোনালদো ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আলো ছড়িয়েছেন। বর্তমানে আলো ছড়াচ্ছেন স্পেনের সফলতম দল রিয়াল মাদ্রিদের হয়ে। চলতি মৌসুমে পর্তুগাল ও রিয়ালের হয়ে এ পর্যন্ত ২৭ ম্যাচে ৩৪ গোল করেছেন তিনি।

রিয়ালের হয়ে খেলার ব্যস্ততার কারণে মাদেইরার থেকে অনেক দূরে স্পেনে থাকতে হয় তাকে। তবে সুযোগ পেলেই নাড়ির টানে ছেলের জন্মস্থানে ফিরে আসার কথা জানালেন মা দোলোরেস রোনালদো।

“রোনালদো কখনোই তার শেকড়ের কথা ভোলেনি।”