ফার্গুসন আর গার্দিওলার পাশে আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপ জয়ে অনন্য একটি রেকর্ডের ভাগীদার হয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ঘরোয়া ফুটবল বাদে ইউরোপ ও বিশ্বে ক্লাব ফুটবলে সর্বোচ্চ ৮টি শিরোপা জয়ের রেকর্ড ছুঁয়েছেন ইতালিয়ান এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 12:53 PM
Updated : 21 Dec 2014, 12:57 PM

শনিবার মরক্কোর মারাকেশ স্টেডিয়ামে আর্জেন্টিনার ক্লাব সান লরেন্সোকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।

এসি মিলান ও চেলসির সাবেক কোচ আনচেলত্তি ৩টি চ্যাম্পিয়ন্স লিগ (২০০৩, ২০০৭, ২০১৪) আর ৩টি ইউরোপিয়ান সুপার কাপের (২০০৩, ২০০৭, ২০১৪) সঙ্গে দুটি ক্লাব বিশ্বকাপ শিরোপা (২০০৭, ২০১৪) জিতলেন।

এর আগে ইউরোপ ও বিশ্ব পর্যায়ে ক্লাব ফুটবলে সর্বোচ্চ ৮টি ট্রফি জয়ের রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন ও বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ পেপ গার্দিওলার।

ফার্গুসন জেতেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ইউরোপিয়ান সুপার কাপ, একটি ক্লাব বিশ্বকাপ, একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ ও দুটি কাপ উইনার্স কাপ।

বার্সেলোনার সাবেক কোচ গার্দিওলা দুটি চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে জেতেন তিনটি করে ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ।