রিয়াল আর আনচেলত্তির ‘অবিস্মরণীয়’ বছর

ক্লাব বিশ্বকাপ জয়ের পর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ২০১৪ সালকে তার আর দলের জন্য ‘অবিস্মরণীয়’ বলে উল্লেখ করেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 12:48 PM
Updated : 21 Dec 2014, 01:29 PM

শনিবার রাতে মরক্কোর মারাকেশ স্টেডিয়ামে আর্জেন্টিনার ক্লাব সান লরেন্সোকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে ইউরোপের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন রিয়াল। দলের পক্ষে গোল দুটি করেন সের্হিও রামোস ও গ্যারেথ বেল।

ক্লাব বিশ্বকাপ জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি।

“এটা দারুণ এক ব্যাপার, অবিস্মরণীয়। এই শিরোপাটা নিয়ে বছর শেষ করতে পারায় আমরা আনন্দিত।”

ক্লাব বিশ্বকাপ জয়েই অবশ্য আটকে থাকতে চান না আনচেলত্তি। পুরো মৌসুমটাই ভালোভাবে শেষ করতে চান তিনি।

“আমাদের ভালো করে যেতে হবে, কারণ মৌসুম এখনো শেষ হয়নি।”

ক্লাব বিশ্বকাপ নিয়ে এ বছর চারটি শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। অসাধারণ এই সাফল্য অর্জনে আত্মবিশ্বাসটা রিয়াল মাদ্রিদকে কোপা দেল রের শিরোপা জয়ই এনে দিয়েছিল বলে মনে করেন আনচেলত্তি।

“বার্সেলোনার সঙ্গে কোপা দেল রেতে খেলা প্রথম ফাইনালটিই চাবি-কাঠি ছিল। সেই কাপ জয়টা আমাদের চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ আর এই শিরোপা জয়ের আত্মবিশ্বাস দেয়।”

রিয়াল মাদ্রিদের মতো একটি ক্লাবের কোচ হতে পেরে গর্বিত আনচেলত্তি।

“অনেক গর্ব এবং আনন্দ, কারণ অনেক বড় খেলোয়াড়দের সঙ্গে এই ক্লাবে আছি আমি।”