ফালকাওয়ের গোলে রক্ষা ইউনাইটেডের

চোট কাটিয়ে প্রথম একাদশে ফিরেই গোল পেয়েছেন রাদামেল ফালকাও। কলম্বিয়ার তারকা স্ট্রাইকারের কল্যাণে অ্যাস্টন ভিলার মাঠে পিছিয়ে পড়েও ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 06:13 PM
Updated : 20 Dec 2014, 06:23 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ছয় জয়ে শিরোপা লড়াইয়েও ফিরেছিল মৌসুমের শুরুতে একের পর এক হারে রীতিমত ধুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। এই ড্রয়ে আবার একটা হোঁচট খেল লুইস ফন গালের দল।

শনিবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো অতিথিরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ডাচ স্ট্রাইকার রবিন ফন পের্সি। ষষ্ঠদশ মিনিটে আরেকটি সুযোগ হারান তিনি।

এর দুই মিনিট পরেই অসাধারণ বাঁকানো এক শটে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন ক্রিস্তিয়ান বেনতেকে। ইংলিশ মিডফিল্ডার ফাবিয়ান ডেলফের ক্রস দারুণভাবে বুক দিয়ে নামিয়ে হঠাৎ নেয়া শটে বল জালে পাঠান তিনি। কঙ্গোর এই স্ট্রাইকারের শট সামনে খেলোয়াড়দের জটলার কারণে ঠিকমতো পড়তে পারেননি ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দে হেয়া।

২৪তম মিনিটে ম্যাচে ফেরার দারুণ একটা সুযোগও পেয়ে যায় ইউনাইটেড। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ফালকাও। বিরতির আগে আরো দুটি সুযোগ হারায় দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই দারুণ জমে ওঠে। ৪৯তম মিনিটে ছয় গজ দূর থেকে বেনতেকের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন দে হেয়া। পরের মিনিটেই ম্যাচে ফেরার সুযোগ নষ্ট করেন ফন পের্সি।

৫৪তম মিনিটে অবশেষে গোল পায় ইউনাইটেড। ডি বক্সের বাইরে থেকে ইংলিশ মিডফিল্ডার অ্যাশলে ইয়ংয়ের ক্রসে হেড করে বল জালে পাঠান এই মৌসুমে মোনাকো থেকে ধারে ইউনাইটেডে খেলতে আসা ফালকাও।

৬১তম মিনিটে ফন পের্সির বদলে আনহেল দি মারিয়াকে মাঠে নামান কোচ ফন গাল। এর চার মিনিট পর দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। ইয়ংকে ফাউল করায় অ্যাস্টন ভিলার স্ট্রাইকার গ্যাব্রিয়েল অ্যাগবোনলাহোরকে লাল কার্ড দেখান রেফারি।

এক জন কম নিয়ে খেললেও ম্যাচের বাকি সময়ে ইউনাইটেডের সব আক্রমণ ঠেকিয়ে রাখে অ্যাস্টন ভিলা। শেষ ১৫ মিনিটে প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ সৃষ্টি করলেও গোলের দেখা আর পায়নি অতিথিরা।

পয়েন্ট হারালেও তৃতীয় স্থান ঠিকই ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড; ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩২।

এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। দিনের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে হারানো ম্যানচেস্টার সিটির পয়েন্টও ৩৯; তবে গোল পার্থক্যে চেলসির থেকে পিছিয়ে আছে তারা।