ফিরছেন নেইমার

চোট কাটিয়ে মাঠে ফিরছেন বার্সেলোনা তারকা নেইমার। আগামী শনিবার করদোবার বিপক্ষে ম্যাচে খেলার জন্য ক্লাবের চিকিৎসকদের ছাড়পত্র পেয়েছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2014, 03:15 PM
Updated : 19 Dec 2014, 03:20 PM

গত ১০ ডিসেম্বর পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সর্বশেষ খেলেছিলেন নেইমার। ৩-১ গোলে ম্যাচটি জেতে বার্সেলোনা, যাতে দারুণ একটি গোল করেন নেইমার।

শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে বার্সেলোনা জানায়, নেইমার করদোবার বিপক্ষে ম্যাচের খেলতে পারবেন। শুক্রবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন তিনি।

শনিবার স্পেনের লা লিগায় নিজেদের মাঠ কাম্প নউতে বাংলাদেশ সময় রাত ৯টায় খেলতে নামবে বার্সেলোনা।

কোচ লুইস এনরিকে বলেন, “স্কোয়াডে থাকলে তার (নেইমার) মাঠে নামার সম্ভাবনা রয়েছে।”

এ মৌসুমে দারুণ খেলছেন নেইমার। এরই মধ্যে লা লিগায় ১১টি ও চ্যাম্পিয়ন্স লিগে ৩টি গোল করেছেন তিনি।

লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এই মুহূর্তে ৪ পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনা। করদোবার বিপক্ষে জিতলে রিয়ালের এক পয়েন্টের ব্যবধানে আসবে লিগের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা।