স্প্যানিশ কাপে রিয়ালের মুখোমুখি আতলেতিকো

স্প্যানিশ কাপের শেষ ষোলোতেই দেখা হয়ে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ ও লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2014, 08:52 AM
Updated : 19 Dec 2014, 08:52 AM

বৃহস্পতিবার রাতে হসপিতালেতের সঙ্গে ২-২ গোলে ড্র করে আতলেতিকো। তবে দুই পর্ব মিলিয়ে ৫-২ ব্যবধানে শেষ ষোলোতে ওঠে দিয়েগো সিমেওনের দল।

নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে আতলেতিকোর দুটো গোলই করেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড মারিও মানজুকিচ। স্পেনের ফুটবলের তৃতীয় সারির দল হসপিতালেতের হয়ে জোড়া গোল করেন রুবেন আলকারাস।

প্রথম লেগে ৩-০ গোলে জেতায় মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন আতলেতিকো কোচ সিমেওনে।

কোপা দেল রে বা কিংস কাপ হিসেবে পরিচিত ওই টুর্নামেন্টে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে সেমি-ফাইনালে হেরেছিল আতলেতিকো। এবার শেষ ষোলোতেই দেখা হয়ে যাচ্ছে দু’টি দলের। বার্সেলোনা কোয়ার্টার-ফাইনালে উঠলে রিয়াল-আতলেতিকো লড়াইয়ে জয়ী দলের মুখোমুখি হবে তারা।