রিয়ালের শেষ বাধা আর্জেন্টিনার লরেন্সো

ক্লাব বিশ্বকাপে প্রথম শিরোপা জয়ের পথে রিয়াল মাদ্রিদের শেষ বাধা আর্জেন্টিনার সান লরেন্সো। প্রতিযোগিতার ফাইনালে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 12:55 PM
Updated : 18 Dec 2014, 12:55 PM

শনিবার মরক্কোর মারাকেশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

বুধবার রাতে ওশেনিয়া চ্যাম্পিয়ন অকল্যান্ড সিটিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জো।

গত মঙ্গলবার মেক্সিকোর ক্লাব ক্রুস আসুলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে ইউরোপের সফলতম দল রিয়াল। সব ধরণের প্রতিযোগিতা মিলে রিয়ালের এটা ছিল টানা ২১তম জয়।

সেমি-ফাইনালে গোল পাননি মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো। তাতে অবশ্য একটুও চিন্তিত নন আনচেলত্তি। তার দৃঢ় বিশ্বাস, ফাইনালে অবশ্যই গোল করবেন পর্তুগিজ ওই ফরোয়ার্ড।

এর আগে একবারই ক্লাব বিশ্বকাপে খেলে রিয়াল। ২০০০ সালের সেই টুর্নামেন্টে চতুর্থ হয়েছিল তারা। এবার অবশ্য ক্লাব বিশ্বকাপ জয়ের জন্য 'ফেভারিট' রেকর্ড ১০বার ইউরোপ সেরার মুকুট মাথায় পরা দলটি।