মেসিকে হারিয়ে সেরা দি মারিয়া

লিওনেল মেসিকে হারিয়ে দিলেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে বিদেশের মাটিতে খেলা আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে সেরার পুরস্কার পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 11:49 AM
Updated : 18 Dec 2014, 11:51 AM

২০০৭ সাল থেকে টানা পুরস্কারটি জিতে আসছিলেন বার্সেলোনার তারকা মেসি। তার আগে ২০০৫ সালেও সাংবাদিকদের ভোটে সেরা হয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

মঙ্গলবার এক অনুষ্ঠানে দি মারিয়াকে 'অলিম্পিয়া দে প্লাতা' পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হয়। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় মেসি ছাড়াও ছিলেন ম্যানচেস্টার সিটিতে খেলা সের্হিও আগুয়েরো।

ব্রাজিলে গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে কার্যকর অবদান রাখেন দি মারিয়া।

আর ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে তো দি মারিয়া ছিলেন দারুণ সফল। স্পেনের ক্লাবটিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা জেতাতে অসাধারণ অবদান রাখেন তিনি।

তাছাড়া এই বছরে রিয়ালের হয়ে কোপা দেল রে এবং উয়েফা সুপার কাপও জেতেন দি মারিয়া। সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির হয়ে সফল একটি মৌসুম শেষ করার পরেই ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড ভেঙে ইংল্যান্ডের ক্লাব ইউনাইটেডে যোগ দেন তিনি।