শাহীন কলেজে হকি টার্ফ বসানোর কাজ শুরু

বিএএফ শাহীন কলেজ মাঠে হকির টার্ফ বসানোর কাজ শুরু হয়েছে। সোমবার এ কাজের উদ্বোধন করেছেন আন্তুর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি লিয়েন্দ্রো নেগ্রে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2014, 02:24 PM
Updated : 15 Dec 2014, 02:24 PM

টার্ফ বসানোর কাজের উদ্বোধন অনুষ্ঠানে নেগ্রে বাংলাদেশের হকি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।

“আমি আশা করি, এর মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে আরও হকি তারকার জন্ম হবে।”

বাংলাদেশের হকির উন্নয়নে আন্তর্জাতিক হকি ফেডারেশন পাশে থাকবে বলে কথা দেন নেগ্রে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এবারের সফরে বাংলাদেশে আগামী শুক্রবার পর্যন্ত থাকবেন নেগ্রে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফেডারেশনের আয়োজন করা প্রীতি ম্যাচও দেখবেন তিনি। বর্তমান ও সাবেক খেলোয়াড়দের মধ্যে ম্যাচটি মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হবে বিকাল ৫টায়।

সোমবার জুনিয়র এএইচএফ কাপ জেতা বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। অনুষ্ঠানে তরুণদের আগামীতে আরো ভালো করার অনুপ্রেরণা জোগাতে এএইচএফ কাপ জেতা দলের ২১ সদস্যের প্রত্যেককে ১০ হাজার টাকা করে পুরস্কার দেয় সংস্থাটি।

এএইচএফ কাপ জেতা দলের ২১ সদস্যের প্রত্যেককে বীমার আওতায় আনা হয়েছে।