টার্ফ বসাতে আসছেন বিশ্ব হকির প্রধান

বিএএফ শাহীন কলেজ মাঠে কৃত্রিম টার্ফ বসানোর কাজের উদ্বোধন করতে রোববার রাতে ঢাকায় আসছেন আন্তুর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি লিয়েন্দ্রো নেগ্রে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2014, 01:14 PM
Updated : 14 Dec 2014, 01:52 PM

আগামী সোমবার হকির বিশ্ব সংস্থার দেয়া টার্ফের কাজের উদ্বোধন করার পর ১৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবেন নেগ্রে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজন করা সাবেক ও বর্তমান খেলোয়াড়দের প্রীতি ম্যাচও দেখবেন তিনি।

এফআইএইচের দেয়া টার্ফ বসানোর জন্য আরমানিটোলা স্কুল ও বিএএফ শাহীন কলেজের নাম প্রস্তাব করেছিল ফেডারেশন। তবে বিশ্ব হকি সংস্থার প্রতিনিধিরা ঢাকায় এসে পর্যবেক্ষণ শেষে বিএএফ শাহীন কলেজের মাঠই বেছে নেয়।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, বিনামূল্যে বাংলাদেশকে এই টার্ফ দিচ্ছে এফআইএইচ।