দেড় মাস মাঠের বাইরে আগুয়েরো

এক থেকে দেড় মাস মাঠের বাইরে থাকতে হবে হাঁটুর লিগামেন্টে চোট পাওয়া ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোকে। কোচ মানুয়েল পেল্লেগ্রিনি এ তথ্য জানিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2014, 01:21 PM
Updated : 10 Dec 2014, 02:17 PM

২৬ বছর বয়সী আগুয়েরো গত শনিবার এভারটনের বিপক্ষে সিটির ১-০ গোলে জেতা ম্যাচে চোট পান। ম্যাচ শুরুর খানিক পরই ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি।

১৪ গোল নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা আগুয়েরোর চোটের অবস্থা জানাতে গিয়ে পেল্লেগ্রিনি বলেন, “সে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবে।”

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার এই তারকা ফুটবলারকে ছাড়াই রোমার মুখোমুখি হতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।