রেকর্ড নিয়ে ভাবতে চান না আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের সামনে আছে ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি টানা জয়ের রেকর্ড গড়ার হাতছানি। তবে সেটা নিয়ে ভাবতে চান না কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2014, 06:53 AM
Updated : 29 Nov 2014, 06:53 AM

এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “আমরা এই বিষয়ে কথা বলব না, কারণ প্রতি ম্যাচেই প্রতিপক্ষের দিকে লক্ষ্য রেখে আমাদের প্রস্তুতি নিতে হয়।”

শনিবার বাংলাদেশ সময় রাত একটায় মালাগার মাঠে খেলবে রিয়াল।

গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে এফসি বাসেলকে হারিয়ে টানা ১৫তম জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯৬০-৬১ ও ২০১১-১২ মৌসুমেও টানা ১৫ জয় পেয়েছিল তারা।

গত সেপ্টেম্বরে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে যাওয়ার পর থেকে জয়রথে আছে রিয়াল মাদ্রিদ।

শনিবার মালাগাকে হারাতে পারলেই রেকর্ডটা গড়বে লা লিগার সর্বোচ্চ ৩২বারের চ্যাম্পিয়নরা।

ইতালির এই কোচের মতে, মালাগার মাঠে লড়াইটা সহজ হবে না। তবে ম্যাচটা জিতে লিগের শীর্ষস্থান ধরে রাখতে চান তিনি।

গত ২০ সেপ্টেম্বর থেকে লা লিগার কোনো ম্যাচে গোল খায়নি দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল।

তারপরও মালাগার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে ক্রিস্তিয়ানো রোনালদো-গ্যারেথ বেলদের। লা লিগার এই মৌসুমে এখন পর্যন্ত ঘরের মাঠে হারেনি ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা দলটি।

শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।