সুস্থ হয়ে উঠছেন পেলে

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে নেয়ার পর অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 11:27 AM
Updated : 28 Nov 2014, 11:27 AM

টুইটারের মাধ্যমে পেলে জানান, তাকে নিরুপদ্রব থাকার জন্যই বিশেষ কক্ষে স্থানান্তর করা হয়।

আসছে ছুটিটা পরিবারের সঙ্গে কাটাতে পারার আশা প্রকাশ করে তাকে হাসপাতালে দেখতে যাওয়া সবাইকে ধন্যবাদ জানান পেলে।

বিবিসি জানায়, ৭৪ বছর বয়সী পেলে সোমবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন। মুত্রঘটিত সংক্রমণে চিকিৎসার জন্য এরপর তাকে ‘স্পেশাল কেয়ার ইউনিট এ নেয়া হয়।

এ মাসের শুরুর দিকে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। পরে তার কিডনিতে পাথর ধরা পড়ে। অস্ত্রোপচারের পর ১৩ নভেম্বর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে কিডনি থেকে পাথর সরানোর অস্ত্রোপচারের সময় হয়তো কোনো সংক্রমণ হয়ে থাকতে পারে।

‘সর্বকালের সেরা ফুটবলার’ হিসেবে পরিচিত পেলে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতেন। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাকে ‘শতবর্ষের সেরা ফুটবল খেলোয়াড়’ -এর স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাকে অ্যাখ্যা দিয়েছে ‘শতবর্ষের সেরা অ্যাথলেট’ হিসেবে। আর ব্রাজিলের সরকারের কাছে তিনি ‘জাতীয় সম্পদ'।