ঘানার কোচ হলেন গ্রান্ট

ঘানা জাতীয় ফুটবল দলের কোচ হলেন আভ্রাম গ্রান্ট। বৃহস্পতিবার দেশটির ফুটবল ফেডারেশন চেলসির সাবেক এই কোচকে নিয়োগ দেয়ার কথা জানিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 06:40 AM
Updated : 28 Nov 2014, 06:40 AM

২০১৫ সালের আফ্রিকান নেশন্স কাপে ‘ভালো করা’ এবং ২০১৭ সালে এই আসরে ‘চ্যাম্পিয়ন’ হওয়ার লক্ষ্য নিয়ে গ্রান্টকে নিয়োগ দেয়ার কথা জানায় ঘানা ফুটবল ফেডারেশন।

গ্রান্টের সঙ্গে ২৭ মাসের চুক্তি করেছে ঘানা। আগামী জানুয়ারির আফ্রিকান নেশন্স কাপ দিয়ে ইসরায়েলের এই কোচের নতুন ‘মিশন’ শুরু হবে।
৫৪ বছর বয়সী গ্রান্ট এর আগে চেলসির কোচের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছিল তার দল।
গত ব্রাজিল বিশ্বকাপে ঘানার কোচ ছিলেন কোয়েসি আপিয়াহ। বিশ্বকাপ ব্যর্থতায় গত সেপ্টেম্বরে চাকরি যায় তার।