মানজুকিচের হ্যাটট্রিকে নকআউট পর্বে আতলেতিকো

অলিম্পিয়াকোসকে বিপদের মুখে ঠেলে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। মারিও মানজুকিচের হ্যাটট্রিকে নিজেদের মাঠে ৪-০ গোলের জয় পেয়েছে গত আসরের রানার্সআপরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 10:28 PM
Updated : 26 Nov 2014, 10:28 PM

বুধবার রাতে ভিসেন্তে কালদেরনে ৩৮, ৬২ ও ৬৫তম মিনিটে অলিম্পিয়াকোসের জালে গোল করেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মানজুকিচ। অন্য গোলটি করেন রাউল গার্সিয়া।

পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে আতলেতিকো।

গ্রুপের অন্য ম্যাচে মালমোকে ২-০ গোলে হারিয়ে নয় পয়েন্ট পাওয়া ইউভেন্তুস শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে।

অলিম্পিয়াকোসের পয়েন্ট ৬। আর এই গ্রুপ থেকে ছিটকে গেছে তিন পয়েন্ট পাওয়া মালমো।

নয় মিনিটে অলিম্পিয়াকোসের গোলরক্ষকের ভুলে সরাসরি বল পেয়ে যান আতলেতিকোর হুয়ানফ্রান। স্পেনের এই মিডফিল্ডারের ক্রস থেকে সহজে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন রাউল গার্সিয়া। এরপর শুরু হয় মানজুকিচ জাদু।

৩৮তম মিনিটে ক্রিস্তিয়ান আনসালদির কাছ থেকে পাওয়া বল ঠিকানায় পৌঁছে দেন বায়ার্ন মিউনিখ থেকে আতলেতিকোয় যোগ দেয়া মানজুকিচ।

৬২তম মিনিটে অলিম্পিয়াকোসের ঘুরে দাঁড়ানোর আশা বলতে গেলে শেষ করে দেন মানজুকিচ। আরদা তুরানের ক্রস থেকে হেডে গোল করেন ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড।

তিন মিনিট পরই হ্যাটট্রিকের আনন্দে ভাসেন মানজুকিচ। এবার গাবির ক্রসে হেড করে জালে বল পাঠান তিনি।

প্রথম লেগের ম্যাচে অলিম্পিয়াকোসের মাঠে ৩-২ গোলে হেরেছিল আতলেতিকো। বুধবার রাতে সে হারের প্রতিশোধও নিল দিয়েগো সিমেওনের দল।