‘সর্বকালের সেরা মেসি’

লিওনেল মেসির দুই পায়ে যত জাদু লুকানো আছে, লুইস এনরিকের ভাণ্ডারে তত প্রশংসাসূচক শব্দ নেই। বার্সেলোনার তারকা আরেকটি রেকর্ড গড়ার পর পুরানো সেই কথাই বলতে হলো কোচকে - মেসি সর্বকালের সেরা ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 09:05 AM
Updated : 26 Nov 2014, 12:17 PM

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে আপোয়েলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সাইপ্রাসের ক্লাবটির মাঠে হ্যাটট্রিক করার পথে প্রথম গোলটি করে রিয়াল মাদ্রিদ ও শালকের সাবেক তারকা রাউল গনসালেসের ৭১ গোলের আগের রেকর্ড ভেঙে দেন মেসি।

এরপর আরো দুই গোল করেন মেসি। বুঝিয়ে দেন, লা লিগার মতো ইউরোপের ক্লাব পর্যায়ের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায়ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি অন্যদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোল সংখ্যা এখন ৭৪।

ম্যাচ শেষে দলের সেরা তারকাকে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন বার্সেলোনা কোচ এনরিকে।

“লিওনেল মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। ফুটবল খেলার রাজা এবং সে লম্বা সময় ধরে সবাইকে বিস্ময় উপহার দিয়ে যাবে।”

গত শনিবার স্পেনের লা লিগায় সেভিয়াকে বিধ্বস্ত করে বার্সেলোনা। সেই ম্যাচেও হ্যাটট্রিক করার পথে আথলেতিক বিলবাও কিংবদন্তি তেলমো সাররার ২৫১ গোলের আগের রেকর্ড ভেঙে দিয়েছিলেন মেসি। স্পেনের শীর্ষ লিগে এখন তার গোল সংখ্যা ২৫৩টি।

এই রেকর্ডের পরই মেসিকে ইতিহাসের সেরা বলে উল্লেখ করেছিলেন এনরিকে। আর বলেছিলেন, মেসির বিশেষণ দেয়ার মতো আর কোনো ভাষা নেই তার কাছে।

অসাধারণ কীর্তি গড়া মেসির বিশেষণ দিতে গিয়ে শব্দই যেন খুঁজে পাচ্ছিলেন না পেদ্রো রদ্রিগেস।

“মেসিকে নিয়ে কী বলতে হবে আমরা তা জানি না। সে অসাধারণ খেলেছে। সে বিশ্বের সেরা। তাকে অভিনন্দন জানাই এবং তার সঙ্গে খেলতে পেরে আমি খুশি।”

রেকর্ড গড়তে পারাটা মেসির কাছে ‘চমৎকার’। বিখ্যাত সতীর্থের মনে খুশির জোয়ারটা টের পেলেন পেদ্রোও।

“মেসিকে সত্যি খুব খুশি লাগছে। সে যা করেছে, তা করাটা সহজ নয়।… মেসি রেকর্ড ভেঙে যেতে চায়। দলের জন্যও এটা গুরুত্বপূর্ণ।”

ডিফেন্ডার মার্ক বার্ত্রা তো মেসির পারফরম্যন্সে রীতিমতো বিস্মিত।

“লিও মেসির রেকর্ড চমৎকার। একদম বিস্ময়কর।”

ইভান রাকিতিচও মেসিকে নিয়ে আনন্দিত। আসলে মেসির রেকর্ডে পুরো বার্সেলোনা জুড়েই বয়ে যাচ্ছে আনন্দের ধারা।