শালকেকে উড়িয়ে নকআউট পর্বে চেলসি

শালকেকে তাদের মাঠেই গোলবন্যায় ভাসিয়েছে চেলসি। ৫-০ গোলের জয়ে এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 10:38 PM
Updated : 25 Nov 2014, 10:38 PM

মঙ্গলবার রাতে শালকের মাঠ ভেল্টিন্স আরেনায় ম্যাচের দেড় মিনিটের মধ্যেই এগিয়ে যায় চেলসি। স্পেনের মিডফিল্ডার সেস ফাব্রেগাসের কর্নারে মাথা ছুঁইয়ে গোলটি করেন জন টেরি।

উইলিয়ানের গোলে চেলসি নকআউট পর্ব নিশ্চিত করার পথে আরেক ধাপ এগিয়ে যায়। ২৯তম মিনিটে এডেন হ্যাজার্ডের বাড়ানো বল ডান পায়ের শটে গোল করেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

স্বাগতিকদের আরো কোণঠাসা করে দেন তাদেরই ফুটবলার ইয়ান কির্শহফ। প্রথমার্ধের শেষ দিকে জার্মানির এই সেন্টার ব্যাক আত্মঘাতী গোল করলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে শালকে। কর্নার থেকে উড়ে আসা বল হেডে নিজেদের জালে জড়িয়ে দিয়েছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে আরো দুই গোল তুলে নেয় চেলসি। ৭৬তম মিনিটে উইলিয়ানে পাসে গোল করেন দিদিয়ের দ্রগবা। আর ৭৮তম মিনিটের শুরুতেই দ্রগবার ক্রসে হেড করে ব্রাজিল মিডফিল্ডার রামিরেস ব্যবধান ৫-০ করে ফেলেন।

শালকের সঙ্গে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১-১ গোলে ড্র করেছিল চেলসি।

পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ইউরোপ সেরার আসরের শেষ ষোলোয় উঠেছে চেলসি।

আর মঙ্গলবার রাতের হারে শালকের নকআউট পর্বে ওঠা অনিশ্চিত হয়ে গেল। ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জার্মানির দলটি।

অন্য ম্যাচে মারিবোরকে ৩-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পর্তুগালের ক্লাব স্পোতিং।

ছিটকে পড়া মারিবোরের পয়েন্ট ৩।