শেষ মুহূর্তের গোলে রোমার হতাশা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার গণ্ডি থেকে বেরোতেই পারছে না রোমা। টানা দুটি হারের পর এবার সিএসকেএ মস্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালির দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 08:13 PM
Updated : 25 Nov 2014, 11:23 PM

প্রথম লেগে নিজেদের মাঠে মস্কোকে ৫-১ গোলে হারিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করা রোমা পরে আর কোনো জয় পায়নি।

মঙ্গলবার রাতে রাশিয়ার দল মস্কোর মাঠে প্রথমার্ধের ৪৩তম মিনিটে ফ্রান্সেসকো তত্তির গোলে এগিয়ে যায় রোমা। ডি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক ফ্রি কিকে বাঁ কোনা দিয়ে বল জালে পাঠান ৩৮ বছর ইতালির এই ফরোয়ার্ড।

ওই গোলে হয়তো জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল রোমা। কিন্তু যোগ করা সময়ে ভাসিলি বেরেসুতস্কির অসাধারণ এক গোলে তাদের সে স্বপ্ন ভেঙে যায়। রাশিয়ার ওই ডিফেন্ডার বাঁ দিক থেকে ডি বক্সে ঢুকে পড়া এক সতীর্থকে ক্রস দিয়েছিলেন। কিন্তু বল কারোর মাথায় না লেগেই জালে ঢুকে যায়।

এই ড্রয়ে রোমা ও মস্কোর পয়েন্ট বেড়ে ৫ হয়েছে। তবে বেশি গোল করার সুবাদে 'ই' গ্রুপের দ্বিতীয় স্থানে আছে তত্তিরা।

গ্রুপের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি।