ক্রিস্টাল প্যালেসে আবার আটকালো লিভারপুল

ক্রিস্টাল প্যালেসের মাঠে লিভারপুলের ‘গেরো’ যেন ছুটছেই না। শক্তি, সামর্থ্য আর ঐতিহ্যে পিছিয়ে থাকা এই ক্লাবটির কাছে এবার ৩-১ গোলে হারল ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 04:14 PM
Updated : 23 Nov 2014, 04:14 PM

রোববার ক্রিস্টাল প্যালেসের মাঠে অবশ্য ম্যাচের শুরুতেই ‘গেরো’ ছোটানোর ইঙ্গিত দিয়েছিল লিভারপুল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই রিকি ল্যাম্বার্টের গোলে এগিয়ে যায় তারা।

ভালো শুরুটা ধরে রাখতে পারেনি লিভারপুল। ১৭তম মিনিটে ডুয়াইট গেইলের গোলে সমতায় ফেরে ক্রিস্টাল প্যালেস।

এরপর ৭৮তম মিনিটে মিডফিল্ডার জো লেডলির গোলে তাদের এগিয়ে যাওয়া লিভারপুল শিবিরে পুরানো শঙ্কা জাগিয়ে তোলে।

১৯৯৭ সালের পর লিগ আর কাপে খেলা ৫টি ম্যাচের কোনোটিতেই ক্রিস্টাল প্যালেসের মাঠে জিততে পারেনি লিভারপুল। গত বছরের মে মাসে ক্রিস্টালের মাঠে ৩-৩ গোলে ড্র করে লিগ শিরোপা জয়ের কাছে গিয়েও তা হারিয়েছিল ব্রেন্ডন রজার্সের দল।

৮১তম মিনিটে অস্ট্রেলিয়ার মিডফিল্ডার মাইল জেডিনাকের গোলে জয় নিশ্চিত হয় ক্রিস্টাল প্যালেসের।

এই হারের পর ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিভারপুলের আছে তালিকার দ্বাদশ স্থানে। আর সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে ক্রিস্টাল প্যালেস।