‘ধরাছোঁয়ার বাইরে মেসির রেকর্ড’

লা লিগার সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে কোচ ও সতীর্থদের প্রশংসায় ভাসছেন লিওনেল মেসি। বার্সেলোনার কোচ লুইস এনরিকের বিশ্বাস, লিগে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি আর্জেন্টিনার এই তারকা সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 11:03 AM
Updated : 23 Nov 2014, 11:03 AM

বয়স মাত্র ২৭, এরই মধ্যে লা লিগায় ২৫৩ গোল করে ফেলেছেন মেসি। ভেঙে দিয়েছেন আথলেতিক বিলবাও কিংবদন্তি তেলমো সাররার ২৫১ গোলের আগের রেকর্ড।

শনিবার সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ৫-১ গোলের জয়ে হ্যাটট্রিক করার পথে অনন্য কীর্তিটি গড়েন টানা চারবারের বর্ষসেরা এই ফুটবলার।

ক্যারিয়ারের শুরু থেকে যেভাবে ফুটবল দুনিয়াকে শাসন করে চলেছেন, তাতে অনেকেই একমত হবেন-লা লিগায় আরো কয়েক বছর খেললে রেকর্ডটাকে হয়তো একরকম ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবেন আর্জেন্টিনার ছোট্ট এই জাদুকর।

ম্যাচ শেষে এনরিকেও তার এই ধারণার কথাই বললেন।

“আমার মনে হয়, রেকর্ডটাকে সে অন্য সবার ধরাছোঁয়ার বাইরে রেখে যাবে।”

দলের সেরা তারকার প্রশংসা করতে গিয়ে এনরিকে বলেন, “সে অনন্য এক খেলোয়াড়-তার মতো কখনই আর কেউ আসবে না। এখানে তার উপস্থিতি উপভোগ করতে পেরে আমরা ভাগ্যবান।”

পরের কথাতে সাররার চেয়ে মেসিকে যেন একটু এগিয়েই রাখলেন এনরিকে।

“সাররা এমন এক সময়ে রেকর্ডটা গড়েছিল যখন ডিফেন্ডারের চেয়ে ফরোয়ার্ড বেশি ছিল।”

১৯৪০ ও ১৯৫০-এর দশকে খেলে রেকর্ডটি গড়তে সাররার ২৭৭ ম্যাচ লেগেছিল। আর সেটা ভাঙতে ২৮৯ ম্যাচ খেললেন মেসি।

প্রিয় সতীর্থের প্রশংসায় বার্সেলোনার অধিনায়ক চাভি এরনান্দেস বলেন, “আমরা সবাই খুশি আর অবশ্যই সেটা লিওর জন্যে। সে অসাধারণ এবং ঐতিহাসিক একটা রেকর্ড গড়েছে।”