নিষেধাজ্ঞা থেকে মুক্তি জিদানের

রিয়াল মাদ্রিদের দ্বিতীয় দলকে কোচিং করাতে আর কোনো বাধা থাকল না জিনেদিন জিদানের। তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে স্পেনের ক্রীড়া আদালত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 02:31 PM
Updated : 22 Nov 2014, 02:31 PM

রিয়াল মাদ্রিদ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, স্পেনের অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অব স্পোর্ট (টিএডি) রিয়াল মাদ্রিদের রিজার্ভ দল ‘রিয়াল মাদ্রিদ কাস্তিলা’-এর দুই কোচ জিদান আর তার সহকারী সান্তিয়াগো সানচেসকে তিন মাসের নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছে।

কোচিং করানোর প্রয়োজনীয় যোগ্যতা না থাকার পরও রিয়াল মাদ্রিদের একটি দলের দায়িত্ব নেয়ায় জিদানকে শাস্তি দিয়েছিল দেশটির ফুটবল সংস্থা। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তারকাকে কোচিং করানো থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ করে তারা। তার সহকারী সানচেসকেও একই শাস্তি দেয় স্পেনের ফুটবল সংস্থা।

স্পেন ফুটবল সংস্থার দেয়া এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ কাস্তিলার মানের দলগুলোর কোচ হতে জিদানের ফরাসি ফুটবল সংস্থার অনুমোদন আছে বলেও জানায় ক্লাব কর্তৃপক্ষ।

গত মৌসুমে রিয়ালের প্রধান কোচ কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করার পর গত গ্রীষ্মে ক্লাবটির রিজার্ভ দলের দায়িত্ব নেন জিদান।