‘মরে যাচ্ছে ইতালির ফুটবল’

ইতালির ফুটবল মরে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন আন্তোনিও কন্তে। দেশটির জাতীয় দলের এই কোচের মতে, মানসম্পন্ন তরুণ খেলোয়াড় যথেষ্ট না থাকার কারণেই দেশের ফুটবলের এই হাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 07:25 PM
Updated : 20 Nov 2014, 07:25 PM

গত জুন-জুলাইয়ে শেষ হওয়া ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে ইতালি। ২০১০ বিশ্বকাপেও একই অবস্থা হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

অবশ্য এবারের ইউরো বাছাইয়ে ভালোই খেলছে ইতালি। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে তারা। কিন্তু গত মঙ্গলবার আলবেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ একমাত্র গোলে হেরে যায় কন্তের দল।

ওই হারের পরই এই মন্তব্য করলেন কন্তে। তার মতে, দলে যেসব তরুণ খেলোয়াড় ঢুকছে তাদের ঠিক মানটা নেই।

পুরনো থেকে নতুন প্রজন্মে যেতে ইতালির ফুটবল কঠিন একটা সময় পার করছে বলে মনে করেন ৪৫ বছর বয়সী কন্তে।