মেসির বাবার ভিন্ন সুর

লিওনেল মেসি ‘কোনো এক সময়’ বার্সেলোনা ছেড়ে যাবার ইঙ্গিত দিলেও তার বাবা বিষয়টি উড়িয়ে দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 09:28 AM
Updated : 20 Nov 2014, 09:28 AM

শুরু থেকেই মেসি বলে আসছেন, ক্যারিয়ারের পুরোটা সময় বার্সেলোনাতেই খেলতে চান তিনি। কিন্তু গত মঙ্গলবার আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলেকে টানা চারবারের বর্ষসেরা খেলোয়াড় জানান, ভবিষ্যতে হয়তো অন্য কোনো দলে দেখা যেতেও পারে তাকে।

কারণ হিসেবে মেসি জানান, ফুটবলে কোনো কিছু অনেক পরিবর্তন হয়। আর কখনও কখনও কিছু ব্যাপার চাওয়া অনুযায়ী ঘটে না।

স্বভাবতই মেসির এই মন্তব্যে আলোড়ন পড়ে যায় ফুটবল বিশ্বে। তার বাবা হোর্হে মেসি বিষয়টাকে হয়তো হালকা করতে চাইলেন।

বুধবার স্পেনের একটি পত্রিকাকে মেসির বাবা বলেন, “আমাদের এখানেই (বার্সেলোনাতে) থাকার ইচ্ছা।”

মেসির কথার ভিন্ন অর্থ বের করা হয়েছে বলেও দাবি করেন হোর্হে।

অবশ্য কখনোই যে মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা নেই, তা অবশ্য বলেননি হোর্হে। এক্ষেত্রে ছেলের মতো বাবার কণ্ঠেও একই সু্র।
“এটা পরিষ্কার যে, আগামীকাল যদি ক্লাব বলে ‘আমরা এই প্রস্তাব পেয়েছি, আমরা তোমাকে বিক্রি করতে চাই’ তাহলে সেটা নিয়ে বিবেচনা করা যেতে পারে। তবে এই মুহূর্তে এটা আলোচনাতেই নেই।”
১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেয়ার পর থেকে ধীরে ধীরে দলটির সেরা তারকা হয়ে উঠেছেন মেসি। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার ফিফা বর্ষসেরার পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু গত ১৮ মাস ধরে ফর্মের ঠিক তুঙ্গে নেই আর্জেন্টিনার এই ছোট্ট জাদুকর। স্পেনের আয়কর বিভাগের সঙ্গেও তার এবং তার বাবার সমস্যা বেধে আছে।
এবারের মৌসুমে লিগে ১১ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। আর গ্রুপ পর্বের দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠে গেছে মেসির দল।