জাপানের মাঠে অস্ট্রেলিয়ার হার

এশিয়া কাপের প্রস্তুতি পর্বে জয় পেয়েছে জাপান। নিজেদের মাঠে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 05:16 PM
Updated : 18 Nov 2014, 05:16 PM

আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় বসবে এশিয়া কাপের এবারের আসর। ১৬ জাতির এই টুর্নামেন্টের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার রাতে মুখোমুখি হয় দল দুটি।

নাগাই স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটা সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি অতিথিরা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে খেলার চিত্র পাল্টে যায়। আক্রমণে ছন্দ ফিরে পায় স্বাগতিকরা। আট মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়েও যায় তারা।

৬১তম মিনিটে অরক্ষিত থাকা ডিফেন্ডার ইয়াসুইউকি কোনো হেড করে বল জালে পাঠান। আর চমৎকারভাবে ব্যাকহিল করে দ্বিতীয় গোলটি করেন স্ট্রাইকার শিনজি ওকাজাকি।

এরপর ব্যবধান বাড়ানোর আরো কিছু সুযোগ পেলেও তাতে সাফল্য পায়নি জাপান।

বদলি হিসেবে নামা অস্ট্রেলিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার টিম ক্যাহিল যোগ করা সময়ে হেড থেকে গোল করে নাটকীয়তার আভাস দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত জয়ের হাসিতেই মাঠ ছাড়ে জাপান।

এশিয়ার অন্য প্রীতি ম্যাচে ইরানের কাছে একমাত্র গোলে হেরে গেছে দক্ষিণ কোরিয়া। জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার সরদার আজমোন।